Thursday ,May 22
Demo

বিশ্ব

এমটিভি ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ পদে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের ভোট ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

তৌহিদ হোসেন ছাড়াও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি এবং সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি।

নির্বাচিত হলে তৌহিদ হোসেন হবেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এর আগে ১৯৮০-এর দশকে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এই পদে নির্বাচিত হয়েছিলেন।

Read More