ঢাবি প্রতিনিধি: শিক্ষার্থীর উপর হামলায় ঢাবিস্থ রামু-কক্সবাজার ছাত্র পরিষদের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সেলিম উল্লাহ ও তার পরিবারের উপর কক্সবাজারের টেকনাফের শিলখালীতে ইয়াবা গডফাদার সোনা আলী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অত্র বিশ্ববিদ্যালয়ের রামু-কক্সবাজার ছাত্র পরিষদ ।
গতকাল ঢাবি শিক্ষার্থী ও তার পরিবারের উপর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নৃশংস হামলা করা হয়।পরে এলাকাবাসী এসে হামলাকারীদের ধাওয়া দিলে সেলিম ও তার পুরো পরিবার প্রাণে বেঁচে যান।
পরিষদের বরাতে বলা হয় ‘দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও তার পরিবারের উপর হামলা খুবই দুঃখজনক।
রামু-কক্সবাজার ছাত্র পরিষদ সব অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।পাশাপাশি আহত শিক্ষার্থী ও তার পরিবারের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।’