ঢাবি প্রতিনিধি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সেলিম উল্লাহ’র উপর বর্বরোচিত হামলায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে অত্র বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার স্টুডেন্ট’স ফোরাম।ফোরামের পক্ষে সভাপতি নোমান পারভেজ শাহ ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন সাক্ষরিত প্রতিবাদলিপিটি হুবহু প্রকাশ করা হলঃ
‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ছোট ভাই সেলিমের উপর অতর্কিত হামলার খবর আমারদের মনে বিষন্নতার দাগ কেটেছে।কোন ঘটনায় যার দোষ হবে হউক,তা সমাধানের জন্য আইন আদালত রয়েছে।আইন-আদালতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাউকে মেরে রক্তাক্ত করা অরাজকতার নামান্তর।
এই হামলার সূত্র ধরে বলছি;আজকে সেলিম কাল পরশু আমি বা আপনি হামলার স্বীকার হতে পারেন।ডাকসুর জিএস গোলাম রাব্বানী;এজিএসসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সেলিমের পাশে থাকার জন্য ধন্যবাদ।কক্সবাজার স্টুডেন্টস ফোরাম;ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন বলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা আমাদের সমাজ ব্যবস্থার বিকলাঙ্গতাকে নির্দেশ করে।
সভাপতি নোমান পারভেজ শাহ্ বলেন- পরবর্তীতে ঢাবি শিক্ষার্থীর উপর এই ধরণের হামলা যেন না হয় সেইদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
ঢাবির শিক্ষার্থীদের মধ্যে একধরণের চাপা ক্রোধ কাজ করছে।সবাই এই হামলার বিচারের দাবি জানিয়েছেন।
কক্সবাজার স্টুডেন্টস ফোরাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই হামলার নিন্দা জ্ঞাপন করছি সাথে সাথে সঠিক অপরাধীকে বিচারের মুখোমুখি করার অনুরোধ করা হল।’
উল্লেখ্য,গতকাল কক্সবাজার জেলার টেকনাফের শিলখালী গ্রামে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেলিম উল্লাহর উপর অতর্কিত হামলা করে ইয়াবা গডফাদার সোনা আলী মেম্বার ও তার বাহিনী। এই ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত দুজমকে গ্রেফতার করেছে পুলিশ