জেলা প্রতিনিধী:: বরিশালের মুলাদী উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকাডুবির ঘটনায় আলাউদ্দিন সরদার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ো হাওয়ায় মৃধারহাট লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানা গেছে।
নিখোঁজ আলাউদ্দিন সরদার গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামের ছিডু সরদারের ছেলে। তিনি এলাকায় ঘর ওয়্যারিংয়ের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মৃধারহাট নদীর উত্তরপাড়ে ঘর ওয়্যারিংয়ের কাজ শেষে আলাউদ্দিন সরদার উত্তর গাছুয়া থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার দিকে ৮-১০ জন লোকের সঙ্গে ছোট নৌকায় মৃধারহাট নদী পার হওয়ার সময় আকস্মিক ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও আলাউদ্দিন সরদার নিখোঁজ হন।
চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম রুস্তুম জানান, ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায় এবং আলাউদ্দিন সরদার সাঁতার না জানার কারণে ডুবে নিখোঁজ হন।
মুলাদী থানার ওসি ফয়েজউদ্দিন মৃধা জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোববার সকালে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে নিখোঁজের উদ্ধার চালানো হচ্ছে।