রিফাতকে কুপিয়ে হত্যা, ধরাছোঁয়ার বাইরে মূলহোতা নয়ন

শারমিন লাকি: বরগুনায় দিনে-দুপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে মূলহোতা নয়ন। ২৪ ঘণ্টাতেও নয়নকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ২ টায় নিহত রিফাতের বাবা বাদী হয়ে নয়ন, রিফাত ও রিশানসহ ১২ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করা হয় চন্দন নামে একজনকে।
তবে, একদিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত নয়ন, রিফাত ফরাজি ও রিশান ফরাজিসহ জড়িতদের গ্রেফতার করা যায়নি।
এদিকে, কুপিয়ে হত্যার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্বজনদের অভিযোগ, স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। তবে, স্থানীয় অনেকের দাবি প্রেমঘটিত কারণে রিফাতকে হত্যা করা হয়েছে।
« সমাজটা কোথায় যাচ্ছে, প্রশ্ন হাইকোর্টের (পূর্বের ছবি)
(পরবর্তি সংবাদ) রিফাত হত্যার দ্রুত বিচার করবে সরকার »